সভা করার জন্য অন্য জায়গা খুঁজে নিতে বিজেপি কে নির্দেশ হাইকোর্টের

Indiapost24 Desk:উত্তর ২৪ পরগনা জেলার  কাঁচড়াপাড়ার গান্ধী মোড়ে কোনও দলই সভা সমিতি করবে না মঙ্গলবার হাইকোর্টকে এই কথা জানিয়ে দিল রাজ্য। যার ফলে ওই এলাকায় আর কোনও ভাবেই সভা করতে পারছে না বিজেপি তথা মুকুল রায়। আর এই বিতর্ক  শুরু হয়ে গান্ধী মোড়ে জনসভাকে ঘিরে। বিজেপির পক্ষ থেকে ওই এলাকায় সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। যার ফলে বিজেপির সদস্য উজ্জল বিশ্বাস কলকাতা হাইকোর্টে  মামলা দায়ের করেন। তার বক্তব্য ছিল, ওই জায়গায় সব দলই জনসভা করে আসছে বহুদিন ধরেই।তাহলে কেন বিজেপিকে সভা করতে দেওয়া হবে না। গত ৪ ডিসেম্বর রাজ্য বিজেপির পক্ষ থেকে গান্ধী মোড়ে সভা করার জন্য কাঁচড়াপাড়া থানায় আবেদনে বলা হয়েছিল, ৫ ডিসেম্বর তারা গান্ধী মোড়ে সভা করবে। কিন্তু থানা থেকে সেই আবেদন ফিরিয়ে দিয়ে  পুলিশের পক্ষ থেকে বলা হয়, ৫ ডিসেম্বর ওই এলাকায় অন্য একটি সভা রয়েছে। তাই অনুমতি দেওয়া যাচ্ছে না। এরপর বিজেপির পক্ষ থেকে ১৪ অথবা ২০ ডিসেম্বর সভা করার অনুমতি চাওয়া হয়েছিল। অভিযোগ পুলিশ এক্ষেত্রে কোনও জবাবই দেয়নি পুলিশ। তাই বাধ্য হয়েই মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজেপির আইনজীবী। মামালটি উঠেছিল বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে। প্রথমদিনের শুনানির সময় আদালত রাজ্যের জবাব তলব করেছিল। এদিন রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ওই এলাকায় কোনও দলই সভা করতে পারবে না। রাজ্যের জবাব শোনার পরই আদালত বিজেপিকে নির্দেশ  দেয় তারা যেন সভা করার জন্য অন্য জায়গা খুজে নেয়। আর রাজ্যেকে নির্দেশ দেয়, সভা করার অনুমতি যেন দেওয়া হয়, প্রয়োজনে তৎক্ষনাতই দেওয়া হয়।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment