Indiapost24 Desk:নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাট ছেড়ে দিল্লিতে যাবার পর আনন্দিবেন প্যাটেল,পরে অমিত শাহের 'ইয়েসমেন 'বিজয় রূপানিকে মূখ্যমন্ত্রী করা হোয়েছিলো গুজরাটে |কিন্তু দুজনেই ব্যার্থ হওয়ার পর গুজরাট জয়ের পর নতুন মূখ্যমন্ত্রী নিয়ে দলিয় নেতৃত্ব বিশেষত মোদী অমিত শাহের রা চিন্তা শুরু করেছেন |গুজরাটে ফের ক্ষমতায় এলেও রাজ্যের মূখ্যমন্ত্রী বদল করতে পারে বিজেপি এমন সম্ভাবনা শোনা যাচ্ছে দিল্লীতে |বিজেপি সূত্রে খবর মূখ্যমন্ত্রী বিজয় রুপানি রাজকোট থেকে জিতলেও দল চাইছে নতুন মূখ্যমন্ত্রী |প্রত্যাশা মত ফল না হওয়ায় রূপানিকে সরানো হতে পারে বলে জানা গেছে |
গেরুয়া শিবিরের পরিকল্পনা জনপ্রিয় না হলেও এমন একজনকে মূখ্যমন্ত্রী করতে হবে যার জনমোহিনী ক্ষমতা আছে |যিনি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সাহস দেখাতে পারেন |সেদিকে নিতিন প্যাটেলের মত দৌড়ে এগিয়ে রয়েছেন মোদীর আশীর্বাদ ধন্য কেন্দ্ৰীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রি স্মৃতি ইরানি |গুজরাট বিধানসভা নির্বাচনে জিতে খুব একটা স্বস্তিতে নেই বিজেপি |তবে এবারে কংগ্রেস যে ভাবে লড়াই দিয়েছে তাতে বিজেপির থিঙ্কট্যাঙ্ক দের কপালে ভাজ পরেছে |রাজনৈতিক মহলের জল্পনা গুজরাটে মূখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তথ্যমন্ত্রী স্মৃতি ইরানি |মোদী ঘনিষ্ট ইরানি গুজরাটি বেশ ভালোই বলেন |এবং নেতৃত্ব দেওয়ার ও ক্ষমতা রোয়েছে |
যে কোন চাপের মুখেই তিঁনি লড়াই করতে পারেন তা তিনি প্রমান করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করার সময় |দৌড়ে রয়েছেন কেন্দ্ৰীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রি মনসুখ মানদাভিয়া |রাজ্য কৃষকদের মধ্যে যঠেষ্ট প্রভাব রোয়েছে সৌরাষ্ট্রের এই পাতিদার নেতার |মূখ্যমন্ত্রীর লড়াইয়ে রয়েছেন গুজরাট বিধানসভায় প্ৰাক্তন স্পিকার বাজুভাই ভালা |রাজ্যে একাধিক মন্ত্রির দায়িত্ব সামলেছেন ভালা |তবে স্মৃতি ইরানি দিল্লিতে বলেছেন যে ,তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই এ নেই |
গেরুয়া শিবিরের পরিকল্পনা জনপ্রিয় না হলেও এমন একজনকে মূখ্যমন্ত্রী করতে হবে যার জনমোহিনী ক্ষমতা আছে |যিনি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সাহস দেখাতে পারেন |সেদিকে নিতিন প্যাটেলের মত দৌড়ে এগিয়ে রয়েছেন মোদীর আশীর্বাদ ধন্য কেন্দ্ৰীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রি স্মৃতি ইরানি |গুজরাট বিধানসভা নির্বাচনে জিতে খুব একটা স্বস্তিতে নেই বিজেপি |তবে এবারে কংগ্রেস যে ভাবে লড়াই দিয়েছে তাতে বিজেপির থিঙ্কট্যাঙ্ক দের কপালে ভাজ পরেছে |রাজনৈতিক মহলের জল্পনা গুজরাটে মূখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন তথ্যমন্ত্রী স্মৃতি ইরানি |মোদী ঘনিষ্ট ইরানি গুজরাটি বেশ ভালোই বলেন |এবং নেতৃত্ব দেওয়ার ও ক্ষমতা রোয়েছে |
যে কোন চাপের মুখেই তিঁনি লড়াই করতে পারেন তা তিনি প্রমান করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়াই করার সময় |দৌড়ে রয়েছেন কেন্দ্ৰীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রি মনসুখ মানদাভিয়া |রাজ্য কৃষকদের মধ্যে যঠেষ্ট প্রভাব রোয়েছে সৌরাষ্ট্রের এই পাতিদার নেতার |মূখ্যমন্ত্রীর লড়াইয়ে রয়েছেন গুজরাট বিধানসভায় প্ৰাক্তন স্পিকার বাজুভাই ভালা |রাজ্যে একাধিক মন্ত্রির দায়িত্ব সামলেছেন ভালা |তবে স্মৃতি ইরানি দিল্লিতে বলেছেন যে ,তিনি গুজরাটে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই এ নেই |
0 comments:
Post a Comment