তিন মাসে ফেসবুকের আয় ৩৮ হাজার কোটি টাকা !!!

NNS:ভারত,মার্কিন যুক্তরাষ্ট্র ,চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে ২০০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যাবহার করে থাকেন |বিজ্ঞাপনদাতাদের সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে ফেসবুক |এই খাত থেকে আয় বেড়েছে ফেসবুকে |চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসে বিজ্ঞাপন থেকে ফেসবুক আয় করেছে ৪৭০ কোটি মার্কিন ডলার |চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফেসবুকের আয়ের প্রতিবেদন থেকেঃ এই তথ্য পাওয়া গেছে |ফেসবুকের প্রতিষ্টাতা মার্ক জুকারবার্ক এক বিবৃতিতে বলেছেন যে ,চলতি বছরের ফেসবুকের মোট আয়ের ৮০ % এসেছে বিজ্ঞাপন থেকে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment