মুর্শিদাবাদে বিশাল পদযাত্রার মাধ্যমে আফরাজুল হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার দিবস পালন

Indiapost24 Desk:রাজেস্থানে নিরীহ শ্রমিক আফরাজুল খানের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে  সারা দেশ জুড়ে যেমন  প্রতিবাদের পারদ হু হু করে চড়ছে তেমনি বাংলায়ও বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে চলছে তীব্র প্রতিবাদ ও দোষীদের এক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি,তাই অভিষেক ব্যানার্জীর নির্দেশে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী জেলা সভাপতি ও রাজ্য তৃণমূল যুব সাধারণ সম্পাদক সৌমিক হোসেন,লালবাগ মহকুমার সাংগঠনিক নেতা রাজীব হোসেন ও বর্তমান জেলা সভাপতি সুব্রত সাহার নেতৃত্বে  কয়েক হাজার সাধারণ মানুষজনকে নিয়ে ভৈরবপাড়ার  মাঠ থেকে টেক্সটাইলে মোড় পর্যন্ত দীর্ঘ পাঁচ কিলোমিটার ব্যাপী এক বিশাল পদযাত্রার মাদ্ধম দিয়ে এক ধিক্কার দিবস পালন করলো জেলা নেতৃত্বরা..


মালদার কালিয়াচকের আফরাজুল খান হত্যা   যে বাংলার  আপামর বাংলাবাসীদের জন্য শুধুমাত্রএকজন বাঙালি প্রাণের বলি নয় বরং এটি ভারতের সংবিধান,ধর্মনিরপেক্ষতা,ধর্মান্ধতার ধর্মানলে মানবতা ও গণতন্ত্রের হত্যা-যজ্ঞ তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষের  যে ঢল তা খুব সহজেই তা প্রমান করলো ও বিজেপি সরকারের বিরুদ্ধে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষক মহলের মত..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment