মৃত্যুঞ্জয় সরদার :নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১ তম জন্মদিনে সংসদের সেন্ট্রাল হলে হাতে গোনা কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। পুর্নমন্ত্রী অনন্ত কুমার, ও মোদী সরকারের দুই প্রতিমন্ত্রী বিজয় গোয়েল, শিবপ্রতাপ শুক্লা ছাড়া মোদী সরকারের কোন মন্ত্রীকেই দেখা যায়নি।
তবে লালকৃষ্ণ আদবানি,গোলাম নবি আজাদ সহ কয়েকজন সাংসদ সেন্ট্রাল হলের অনুষ্ঠানে হাজির ছিলেন। মমত বন্দোপাধ্যায় ও বামেদের দাবী সত্বেও মোদী সরকার নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবী মানেনি।
একই সঙ্গে দেশপ্রেম দিবস হিসেবেও এই দিন পালনের বাম দাবীকে উপেক্ষা করছে মোদী সরকার.. স্বভাবিক ভাবেই নেতাজিকে উপেক্ষা করায় কেন্দ্রীয় সরকারের নীতিতে ক্ষোভ জমেছে জাতীয়তাবাদী মানুষের মনে বলে এমনটাই মনে করেছেন রাজনৈতিক মহল।
0 comments:
Post a Comment