সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উদ্যোগে ৫০০০০ কম্বল উপহার

পুরোপুরি ব্যক্তিগত তহবিল থেকে ডায়মন্ড  হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা অন্তর্গত ৫ টি  বিধানসভা ও  ৯ টি ব্লকের ৭২ টি অঞ্চল ও ৫ টি পুরসভার ৯০ টি  ওয়ার্ডে  ৫০ হাজার শীতবস্ত্র (কম্বল)  উপহার দেন গরিব ও দুস্থ মানুষজনদের..এইভাবে তিনি 50 হাজার কম্বল কে ব্লক লেভেল থেকে অঞ্চলের থেকে বুথ স্তরে এবং ওয়ার্ড গুলির মধ্যে সঠিকভাবে প্রাপ্যদারদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেন তার নেতৃত্বাধীন নেতাদেরকে..
আর নেতার নির্দেশ অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনার যুব সাধারণ সম্পাদক নব কুমার বেতাল, চিত্যরঞ্জন কড়াল,শ্যামল মন্ডল ও গেরানন্দ সামন্তের উপস্থিতিতে সাতগাছিয়া বিধানসভার বিষ্ণুপুর ব্লকের পাথর বেড়িয়া,চন্ডী অঞ্চল,রামকৃষ্ণপুর বোহরানপুর সহ নহাজারীতে ইতিমধ্যে সঠিক প্রাপ্যদার দের কে ডেকে পুরুষ-মহিলা নির্বিশেষে কম বেশি ২০০০ টি কম্বল তুলে দেয়া হয়..

 
এই ভাবে এই বছরের হাড় হিম করা ঠান্ডায় তার দেয়া উপহার পেয়ে সবাই খুবই  আনন্দিত ও প্রয়োজন এর সময় দারুন সহায়তা বলে তাদের মতামত প্রকাশ করে  তাদের প্রিয় সাংসদকে আশীর্বাদ দিতে থাকে ..       
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment