NNS:Indiapost24 Desk:শিলিগুড়িতে কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করেছে বনদপ্তরের কৰ্মী ও আধিকারিকরা |গতকাল গভীর রাতে শিলিগুড়ি শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার চোরাই কাঠ ও একটি গাড়ি বাজেয়াপ্ত করে |
চোরাকারবারিরা পলাতক বলে জানা গেছে |গোপণ সূত্রে খবর পাওয়ার পর বনদপ্তরের কৰ্মী ও আধিকারিকরা অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তারে সমর্থ হয়নি |
0 comments:
Post a Comment