মুর্শিদাবাদে সুভাষ উৎসব

Indiapost24 Web Desk:মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জিয়াগঞ্জ ব্লকের চুনাখালি শাখায় মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো নেতাজী সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মসতবর্ষ | উক্ত অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন লালবাগ মহকুমার সভাপতি রাজীব হোসেন | 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ ব্লকের সভাপতি মশরত শেখ সহ অনান্য ব্যাক্তিবর্গ | উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব হোসেন বলেন " নেতাজীকে স্বরণ করলেই হবে না , নেতাজীর আদর্শকে সামনে রেখেই আমাদের যুবসমাজকে এগিয়ে যেতে হবে |তাহলেই তার আদর্শে আদর্শীত হয়ে এক নির্মল সমাজ ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রবণতা পাবো" এই ভাবে রাজীব হোসেন যুব সমাজ কে উৎসাহিত করেন এই মঞ্চ থেকে ..  
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment