কান্দিতে শুভেন্দুর দুই কৰ্মীসভা রূপান্তরিত জনসভায়

স্নেহাশিষ মুখার্জি : শনিবার মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বড়ুয়া ব্লক ও ভরতপুর ১ নম্বর ব্লকে বুথ ভিত্তিক কৰ্মীসভা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জনসভায় রূপান্তরিত হয় | বড়ুয়া ব্লকের আন্দুলিয়া হাই স্কুলের মাঠ এবং ভরতপুর ১ নম্বর ব্লকের অঞ্চলের মাঠে একই দিনে শুভেন্দুর দুটি জনসভা বিরোধী দলগুলির কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল | এদিনের সভায় বহু দূর দূর থেকে আগত বিভিন্ন ধর্মের ত্রী পুরুষ নির্বিশেষে বহু মানুষের ঢল  আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো  দমকা হাওয়ায় মুকুল ঝরে গেলেও দক্ষ সাংগঠনিক হিসাবে শুভেন্দু অধিকারীই জাতীয় রাজনিতীতে তৃনমূলের তুরুপের তাস |

 মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক  হিসাবে দলকে চাঙ্গা করতে এদিনের ভরতপুর ১ নম্বর ব্লক ও বড়ুয়া ব্লকের জনসভা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছেন দলের বর্ষীয়ান নেতারা | উক্ত সভাদ্বয়ে উপস্থিত ছিলেন জেলার প্রতিটি মহকুমার নেতা ও নেত্রী গন , শারিরীক অসুস্থতার কারণে অনুপস্থিত থেকে যান জেলা সভাপতি সুব্রত সাহা | এদিনের দুটি কর্মি সভা থেকেই পরিষ্কার ভাবে শুভেন্দু বাবু উল্লেখ করেন দীর্ঘ ৩৪ বছর ধরে কৃষকদের জমি আন্দোলনকে সামনে রেখে ' দিদি ' দীর্ঘ রাজনৈতিক লড়াই লড়ে এই রাজ্যে 2011 সালে ৩৪ বছরের বাম অপশাসনের পতন ঘটিয়ে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মানুষের উন্নতিসাধনে প্রতিনিয়ত ব্যাস্ত | 

তাই আপনাদের মুর্শিদাবাদের এই দুটি ব্লকের প্রতিটি পঞ্চায়েতে ঘাষ ফুল ফোটাতে হবে | রাজ্যকে উন্নত থেকে উন্নততর করতে গেলে মমতা ব্যানার্জী- ই একমাত্র  দিশা | দিদির কোন বিকল্প নেই | দিদির বিকল্প দিদি নিজেই | দিদি হাওয়াই চটি পরে এদেশ থেকে ওদেশে দৌড়ে বেড়াচ্ছে | অক্লান্ত পরিশ্রম করছে এরাজ্যের উন্নতির জন্য | ফলে এগিয়ে আসতে হবে সাধারন মানুষকে ও | জনসংযোগ আরো  বাড়াতে  হবে দলীয় নেতা কর্মীদের  | এরপর তিঁনি বলেন ভরতপুর বাসীদের দীর্ঘদিনের যাতায়াতের জন্য বাসের যে সমস্যা আছে তা খুব শীঘ্রই মিটতে চলেছে | 

জেলার পর্যবেক্ষক তথা পরিবহণ মন্ত্রী হিসাবে তিঁনি এদিন ভরতপুরে একটি বাসস্ট্যান্ড নির্মাণের আশ্বাস দেন , পাশাপাশি ভরতপুর থেকে কলকাতা যাবার সরাসরি সরকারি বাস নামানোর পরিকল্পনা তাঁর রয়েছে বলে তিঁনি মঞ্চ থেকে বলেন | এইভাবে প্রতিটা জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি স্থানীয় নেতানেত্রীর মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে ও মনোবল  কে দ্বিগুন করেছে |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment