বিজেপি নেতা মুকুলের তোপ মমতার মুসলিম তোষণের বিরুদ্ধে

স্নেহাশিষ মুখার্জি :রাজধানী নয়া দিল্লীতে এক রাজনৈতিক সেমিনারে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের  সেকন্ড ইন কম্যান্ড মুকুল রায় সরাসরি তাঁর
বিরুদ্ধে সাম্প্রদায়িক ও তোষনের রাজনিতী করার অভিযোগ তোলায় চাঞ্চল্য ছড়ালো রাজ্য রাজনিতীতে | পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মুসলিম তোষণ করে চলেছেন এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের এক সময়ের সেকন্ড ইন কম্যান্ড বর্তমানে বিজেপি নেতা মুকুল রায় | দিল্লী কনস্টিটিউশন ক্লাবে ' ডিকোডিং সিউডো সেকুলারিজম ' নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিল বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা | আলোচনায় অংশ নেন মুকুল রায়ও, ভারতীয় জনতা যুব মোর্চার চেয়ার পার্সন সাংসদ পুনম মহাজন , সাংসদ তথা বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার স্বপন দাশগুপ্ত | 



আলোচনায় অংশ নিয়ে তৃণমূল নেতা মুকুল রায় অভিযোগ করেন যে , পশ্চিমবঙ্গে কয়েকটি দলের ছদ্ম ধর্মনিরপেক্ষতায় সামাজিক সংকট তৈরি হয়েছে | পশ্চিমবঙ্গ সরকার সব থেকে বড় দৃষ্টান্ত বলেও অভিযোগ করেন তিঁনি | একই সঙ্গে তিঁনি অভিযোগ করেন যে , মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে কার্যত পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে তাকিয়ে মুসলিম তোষণ করে চলেছেন | 

ইমাম ভাতা , হজ হাউস , সংখ্যালঘুদের বৃত্তি অনুদান দেওয়ার মাধ্যমে মুসলিম তোষন করেছেন | অন্যদিকে স্কুলে সরস্বতী পূজো বন্ধের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন মুকুল রায় | মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মহরমের মিছিল করার জন্য দুর্গাপূজোর বিসর্জন বিধি নিষেধ আরোপের চেষ্টা করেন তিঁনি | মুখে রয়েছে ধর্মনিরপেক্ষতার মুখোশ | এটাই ছদ্ম ধর্ম নিরপেক্ষতা | অভিযোগ করেছেন মুকুল রায় | সেই মুখোশ টেনে খোলার সময় এসেছে বলেও জানিয়েছেন মুকুল রায় | 

ভারতীয় জনতার যুবমোর্চার চেয়ার পার্সন তথা প্রয়াত প্রমোদ মহাজনের কন্যা পুনম মহাজন তৃণমূলের পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধেও ছদ্ম ধর্মনিরপেক্ষতার অভিযোগ করেছেন | রাজনৈতিক লাভের জন্য সমাজকে ভাগ করারও অভিযোগ করেছেন তিঁনি | এই সেমিনারে স্বপন দাশগুপ্ত করা ভাষায় এক দিকে কংগ্রেস , অন্যদিকে সমাজবাদী পার্টি ,তৃনমূল কংগ্রেস সহ বিভিন্ন বিজেপি বিরোধী দলের সুপ্ত সাম্প্রদায়িকতার রাজনীতির জন্য তথাকথিত  ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে চলার কড়া  সমালোচনা করেছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment