জনপ্রিয়তায় প্রিয়া ছাপিয়ে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এমনকী সানি লিওনকে

প্রিয়া প্রকাশ ভারিয়ার। ত্রিশূরের বিমলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া গুগলের মোস্ট সার্চড সেলিব্রিটি। মালয়ালম ছবির টিজারে তার চোখের ইশারা বেশ নজর কেড়েছে। ওরু আদার লাভ নামে ওই ছবির টিজারের জেরে রাতারাতি গোটা দেশের ড্রিমগার্ল হয়ে উঠেছেন প্রিয়া। 

গুগল সার্চের ফলোয়ার্স এর বিচারে জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে গিয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ এমনকী সানি লিওনকে। 
 প্রথম ভারতীয় সেলেব হিসেবে ইনস্টাগ্রামে নাম লেখানোর প্রথম দিনই ৬,১০,০০০ ফলোয়ার পেয়েছেন প্রিয়া। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। 
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment