NNS Guwahati : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিজেপি সভাপতি অমিত শাহ,রাজনাথ সিং অরুন জেটলি,নীতিনির্ধারকগণ ও সহকারি সহ বিজেপি শীর্ষ নেতারা এবার ত্রিপুরার সিপিএমের শাসনের অবসান ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রচারে জোরদার ভাবে দলীয় বক্তব্যের পাশে টানা ২৫ বছরের সিপিএম শাসনের কড়া সমালোচনার , আক্রমণ চালিয়েছেন। বিজেপির ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষক অসমের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার মতে শুধু পাহাড় নয়,বাঙ্গালী প্রধান এলাকাতেও ব্যাপক ভাবে জয়লাভ করবে বিজেপি। ৪৯ শতাংশ ভোট ও ৪৫টি আসন জেতার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। শুধু ত্রিপুরায় নয়,মেঘালয় ও নাগাল্যান্ডেও কংগ্রেসকে ছাড়িয়ে বিজেপি ও তার শরিক দলগুলি জিততে চলেছে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা।
জয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির !!!
NNS Guwahati : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,বিজেপি সভাপতি অমিত শাহ,রাজনাথ সিং অরুন জেটলি,নীতিনির্ধারকগণ ও সহকারি সহ বিজেপি শীর্ষ নেতারা এবার ত্রিপুরার সিপিএমের শাসনের অবসান ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রচারে জোরদার ভাবে দলীয় বক্তব্যের পাশে টানা ২৫ বছরের সিপিএম শাসনের কড়া সমালোচনার , আক্রমণ চালিয়েছেন। বিজেপির ত্রিপুরা রাজ্যের পর্যবেক্ষক অসমের অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার মতে শুধু পাহাড় নয়,বাঙ্গালী প্রধান এলাকাতেও ব্যাপক ভাবে জয়লাভ করবে বিজেপি। ৪৯ শতাংশ ভোট ও ৪৫টি আসন জেতার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। শুধু ত্রিপুরায় নয়,মেঘালয় ও নাগাল্যান্ডেও কংগ্রেসকে ছাড়িয়ে বিজেপি ও তার শরিক দলগুলি জিততে চলেছে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন দলের একাধিক কেন্দ্রীয় নেতা।
0 comments:
Post a Comment