বারুইপুরে ও ঝাড়গ্রামে আরোমা গার্ডেন তৈরি করছে রাজ্য

NNS: রাজ্যের সুগন্ধি শিল্পের বিকাশের উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র , মাঝারি ও কুটিরশিল্প দপ্তর দুটি সুগন্ধি বাগান তৈরি করছে | একটা গড়া হবে দক্ষিন ২৪ পরগণার বারুইপুরে ৪ একর জমির ওপর | অন্যটি গড়া হবে ঝাড় গ্রামে ৪০ একর জমির ওপর | ঝাড়গ্রামের বাগানটির জন্য ক্ষুদ্র , মাঝারি ও কুটির শিল্প দপ্তরকে সহযোগিতা করবে পশ্চিমাঞ্চল উন্নয়ণমূলক দপ্তর |

 বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেবেন কোন কোন প্রজাতির গাছ এখানে রোপন করা হবে | এই বাগানের সুগন্ধি গাছগুলি থেকে তেল সংগ্রহ করা হবে , এমনকি গাছের গোড়া থেকেও করা হবে তেল সংগ্রহ | বেশ কিছু রোগ নিরাময়ে আরোমা থেরাপি ও বিউটি  ট্রিটমেন্টের ব্যাবহার হোয়ে থাকে | বারুইপুরে ল্যাভেন্ডার , রোজমেরি ও লেমন গ্রাস গাছ রোপণ করা হচ্ছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment