NNS : লেবু বা লেবু জাতীয় ফল যেমন মাল্টা , কমলা ইত্যাদির রস কিডনিতে পাথর হওয়া থেকে আমাদের শরীরকে প্রতিরোধ করে | লেবুর রসে hydroxycitrare ( HCA) থাকে যা , আমাদের শরীরের ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল গলিয়ে দিতে সাহায্য করে |
এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই মূলতঃ কিডনিতে পাথর হয় | ইউনিভার্সিটি অফ হাউজটানের অধ্যাপক জেপড়ি রিমার জানিয়েছেন জে ,মিনারেল জমে শক্ত হোয়ে আমাদের কিডনিতে জমে যায় | একেই আমরা কিডনি র পাথর বলে থাকি |
উচ্চরক্তচাপ , ওবেসিটি , থেকে কিডনিতে পাথর হওয়ার সম্ভবনা বাড়ে | যে কোন লেবুর রস এই জমাট বাঁধা ক্যালসিয়াম গলিয়ে দিতে সাহায্য করে |
এই ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালের কারণেই মূলতঃ কিডনিতে পাথর হয় | ইউনিভার্সিটি অফ হাউজটানের অধ্যাপক জেপড়ি রিমার জানিয়েছেন জে ,মিনারেল জমে শক্ত হোয়ে আমাদের কিডনিতে জমে যায় | একেই আমরা কিডনি র পাথর বলে থাকি |
উচ্চরক্তচাপ , ওবেসিটি , থেকে কিডনিতে পাথর হওয়ার সম্ভবনা বাড়ে | যে কোন লেবুর রস এই জমাট বাঁধা ক্যালসিয়াম গলিয়ে দিতে সাহায্য করে |
0 comments:
Post a Comment