বিজেপির রাজ্য সভাপির পদ থেকে দিলীপ কে সরানোর চক্রান্ত

Indiapost24 Web Desk:সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আচমকা বিস্ফোরণ ঘটালেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার দাবি সম্প্রতি  কমরের অস্ত্রোপাচারের পর তিনি যখন শয্যাশায়ী ছিলেন তখন তার দলের অন্দরেই একাংশ  তাঁকে তাঁর পদ  থেকে সরাবার চেষ্টা করেছিল এবং তার অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হচ্ছিল বলে দলীয় সূত্রে তার কাছে নিশ্চিত খবর আছে  কারণ অস্ত্র পাচারের পরপরই  ডাক্তাররা তাকে এক মাস বেড রেস্ট নেয়ার পরামর্শ দেন আর সেই সময়েই  জোর জল্পনা শুরু হয় যে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরতে চলেছেন দিলীপ ঘোষ সেজন্য তিনি আরও একবার বুঝিয়ে দিলেন এদিনের সাক্ষাৎকারে যে যতই তাকে পদ থেকে সরানোর  চেষ্টা করা হোক না কেন তিনি নিজ পদে স্বমহিমায় বিরাজ করে আছেন ও থাকবেন .. 

প্রসঙ্গত মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিকে আসার পর মুকুল রায়ের গোষ্ঠীর তরফ থেকে বারবার অভিযোগ এসেছে মুকুল রায়ের সঙ্গে বিজেপির কর্মীরা সহযোগিতা করছেন না উল্টো বিজেপি কর্মী-সদস্যরা মুকুলকে বহিরাগত হিসাবে দেখছেন,অন্যদিকে বিজেপির কর্মীদের মধ্যে মুকুল কে ঘিরে ক্ষোভ বাড়তে থাকে তাই বিজেপির রাজ্য সভাপতির সাক্ষাৎকারে তার ওই অভিযোগের  তীর  যে বিজেপির মুকুলের লবির দিকে তা মনে করছেন  রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ..
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment