NNS New Delhi :
সেনাবাহিনী ও গোয়েন্দা সূত্রে জানা গেছে যে কাশ্মীর সিমান্তে এল ও সি দিয়ে ভারতে অনুপ্রবেশের জন্য এই মুহুর্তে তৈরি প্রায় ৩০০ সীমান্তপার সন্ত্রাসবাদী | এই সন্ত্রাসবাদীদের মধ্যে আছে লস্করি তৈবা , জৈইসে মোহাম্মদের মত সন্ত্রাসবাদী সংগঠণের সদস্যরা |
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে এই তথ্য প্রশাসনকে জানিয়ে দেওয়া হোয়েছে | পাকিস্থান সীমান্ত পেরিয়ে জঙ্গীরা যাতে এদেশে ঢুকতে না পারে তার জন্য ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেনা আধিকারিকরা |
0 comments:
Post a Comment