স্নেহাশিষ মুখার্জি :আজ নদিয়ার কৃষ্ণনগরে এক কর্মি সভায় মুকুল ও বিজেপির প্রসঙ্গ তুলে দলের পোড়খাওয়া নেতা তথা শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী বলেন, ত্রিপুরায় জিতেছে বলে হনুমানের মতো এত লম্পঝম্প করার কি আছে। বাংলায় নাকি তারা পদ্মফুল ফোটাবে সেটা সম্ভব নয় বাংলায় উন্নয়নের গতি এই গতিকে কারও থামানো সম্ভব নয়। নাম না করে পার্থবাবু বলেন, এই জেলাতে একজন পর্যবেক্ষক সে দলের কর্মীদের মধ্যে ঝামেলা বাধিয়ে দিদিকে নালিশ করতো, সে নাকি বাংলার পরিবর্তন করবে। এখানে পদ্মফুল ফোটা তো দূরে থাক কুঁড়িও ফুটবে না। আবির মাখো তাতে কিছু এসে যাবে না।
এর পর তিনি দলের নেতা ও কর্মীদের বলেন, দলের তরফ থেকে আবেদন মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এই জেলার পঞ্চায়েত খুব ভালো কাজ করেছে। কিন্তু এটা দেখতে হবে যে, এখনো যেসকল জায়গায় উন্নয়ন বাকি আছে সেই জায়গা চিহ্ণিত করে সেখানকার সমস্যা দূর করতে হবে। আর বুথ সভাপতিদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যার সমাধান করতে হবে। দলের নেতা ও কর্মীদের সকলের উদ্দেশ্যে পার্থ বলেন মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে, আর দলের উপর ভরসা রাখতে হবে।
0 comments:
Post a Comment