থমথমে রানীগঞ্জ মোতায়েন পুলিশ বাহিনী !!!


NNS  : রাম নবমী মিছিলকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষের জেরে একজন নিহত ও বহু আহত হয়েছেন।  আসানসোল শিল্পাঞ্চলের রানীগঞ্জ শহর আজ সকাল থেকে থমথমে। বাস চলেনি, দোকানপাট বন্ধ। প্রশাসনের  পক্ষ থেকে শান্তি বজায় রাখতে ও গুজবে কান না  দিতে প্রচার চালানো হলেও আজ সকাল থেকেই রানিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে।

পুলিশ এই ঘটনায় কুড়ি জনকে গ্রেপ্তার করেছে। এদিকে গতকাল রানিগঞ্জে রামনবমী কে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গুরুতর আহত আসানসোল পুলিশ কমিশনারেটের  ডি সি পি অরিন্দম দত্ত  চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment