সাংবাদিক নিগ্রহের ঘটনায় পাণ্ডবেশ্বরে গ্রেফতার 6 জন !!!


NNS : গতকাল পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে গতকাল আক্রান্ত হন 4 জন সাংবাদিক| এই ঘটনায় পাণ্ডবেশ্বর থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়| ধৃতদের নাম শেখ সাহেব, শেখ গেন্ডা, প্রসেঞ্জিত কুইলা, শেখ নুর মোহাম্মদ, সেক মোশারফ এবং শেখ আলাউদ্দিন|

 গতকাল ছিল দ্বিতীয় দফায় মনোনয়ন জমা দেওয়ার দিন| সেই খবর সংগ্রহ করতে যান সাংবাদিকরা| অভিযোগ, এক বৈদ্যুতিক মাধ্যমে সাংবাদিক বিকাশ সেনকে মহকুমা শাসকের দপ্তরে তিনতলা থেকে মারতে মারতে নিচে নামিয়ে আনে কয়েকজন তৃণমূল কর্মী| 

নিচে নামিয়ে আনার পর 50 থেকে 60 জন তৃণমূল কর্মী বিকাশকে মারধর করে| সেখানে উপস্থিত বাকি সাংবাদিকরা বাঁচাতে যান বিকাশকে| বিকাশ কে বাঁচাতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন ইনাডু বাংলার প্রতিনিধি সৌমেন ব্যানার্জি ছাড়াও সাধন রোজ ও সঞ্জয় দে নামে অন্য সংবাদ সংস্থার দুই সাংবাদিক| 

আহতদের মধ্যে বিকাশ ও সঞ্জয়কে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| বিজেপি, কংগ্রেস  ও সিপিএম নেতারা সাংবাদিক নিগ্রহের  ঘটনার তীব্র নিন্দা করেন|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment