স্নেহাশিষ মুখার্জি :
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির সাপ্টিবাড়িতে তৃণমূল কংগ্রেসের সভায় হামলা চালানোর ঘটনায় বিজেপিকে দায়ি করলেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী | বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন |
সৌরভ চক্রবর্তী বলেন ' যে সব ঘটনা ঘটছে সেগুলি দিলীপ ঘোষের মস্তিস্ক প্রসূত ' | আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচার নিয়ে গত রবিবার সন্ধ্যেয় আবাসতলি গ্রামে তৃনমূলের সভা চলছিল | মিটিংয়ে সভায় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে বিজেপি - আরএসএসের সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ | এই ঘটনায় তিনজন আহত হন | তাঁদের মধ্যে গুরুতর জখম কোকিল বসাক নামে এক তৃনমূল কৰ্মী মাটিগাড়ায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন |
গতকাল সেখানে তাঁকে দেখতে যান সৌরভ চক্রবর্তী | চিকিৎসকদের সঙ্গে কথাও বলেন | এদিকে বিজেপি ময়নাগুরির ঘটনায় তৃনমূলের গোষ্ঠী কোন্দলকেই কারণ বলে পাল্টা দাবী করেছেন |
0 comments:
Post a Comment