স্নেহাশিষ মুখার্জি :
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের সর্বশেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০১৩ সালে | সর্বাধিক আসনে জিতেছিল তৃনমূল কংগ্রেস | এবার সেই পঞ্চায়েত নির্বাচনে ফল কি দাঁড়াতে পারে , তা নিয়ে এবিপি আনন্দ ও সি - ভোটার একটি জনমত সমীক্ষা চালিয়ে বলেছে , ২০১৩ সালে তৃনমূল কংগ্ৰেসের পাওয়া ৪৪ শতাংশ ভোট এবার কমে দাঁড়াতে পারে ৩৫ শতাংশে | আর গত নির্বাচনে বিজেপির পাওয়া ৩ শতাংশ ভোট এবার বেড়ে দাঁড়াতে পারে ২৪ শতাংশে | অর্থাৎ বিজেপির ২১ শতাংশ ভোট বাড়ার ইঙ্গিত দিয়েছে এই সমীক্ষা |
অন্যদিকে গত নির্বাচনে বাম দল ৩৯ শতাংশ ভোট পেলেও এবার সে হার কমে ১৪ শতাংশ এ নেমে আসতে পারে | আর কংগ্ৰেসের ১৩ শতাংশ থেকে কমে দাঁড়াতে পারে ৮ শতাংশে | সমীক্ষায় একথাও বলা হয়েছে এবার জেলাপরিষদে তৃনমূলের বাড়তে পারে একটা মাত্র আসন | গত নির্বাচনে তৃণমূল পেয়েছিলো ৫৩১ | এবার সেটা বেড়ে হতে পারে ৫৩২ |
জেলাপরিষদে রয়েছে ৮২৫ টি আসন | অন্যদিকে বিজেপির গত নিবার্চনে জেলা পরিষদের একটা আসন না জুটলেও এবার সেখানে জুটতে পারে ১৪৪ টি আসন | আবার সমীক্ষায় বলা হয়েছে , ৬৬ শতাংশ ভোটার দলবদল করিয়ে জেলা পরিষদ বা পঞ্চায়েত দখল করা সমর্থন করছেন না | ৪৩ শতাংশ উত্তরদাতা বা ভোটার বলছেন , বিজেপির উত্থান পরোক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছে | আর ৪৬ শতাংশ বলছেন , না বিজেপির উত্থান মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছে না |
তৃনমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ সমর্থন করেছেন ৫৯ শতাংশ ভোটার বা উত্তরদাতা | আর রামনবমী , হনুমান জয়ন্তীর মিছিল বিজেপিকে লাভবান করেছে এমনটাই মনে করছেন ৪৫ শতাংশ উত্তরদাতা | কিন্তু পশ্চিমবঙ্গে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীহীন পঞ্চায়েত তৈরি করার যে ডাক দিয়েছিলেন তাতে তৃনমূল স্তরে ৪০ শতাংশ আসনে বিরোধীদের কেউ না থাকায় বঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে |
0 comments:
Post a Comment