NNS : কদিন আগেই নয়াদিল্লির রাজঘাটে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্ৰেসের অনেক নেতা দেশে দলিত বিরোধি হিংসা , সাম্প্রদায়িকতার বিরোধিতা করে অনশন আন্দোলনে সামিল হয়েছিলেন | এবার গণতন্ত্র হত্যা , সংসদের অচলাবস্থার প্রতিবাদে একদিনের অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদি - অমিত শাহ | আজ বৃহঃস্পতিবার অনশনে বসছেন তাঁরা |
প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদি নয়া দিল্লিতে ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে কর্ণাটকে অনশনে যোগ দেবেন বিজেপির সংসদ ও নেতারাও | বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে ৬ ঐ এপ্রিল | দ্বিতীয় পর্বে বিরোধিদের হট্টগোলের জেরে সুষ্ঠু ভাবে চলতে পারেনি সংসদের অধিবেশন | রাজ্যসভার অধিবেশনে সময় নষ্ট হয়েছে ১২১ ঘন্টা | মাত্র ৪৪ ঘন্টা চলেছে সংসদ | ২৭ দিন সংসদের উচচ কক্ষে প্রশ্নোত্তর পর্ব হতে পারে নি |
সংসদ অচলবস্থার জন্য সদ বিষয়ক মন্ত্রি অনন্ত কুমারের কথায় , নেতিবাচক নিতির ফল কংগ্রেসকে নির্বাচনে ভুগতে হবে | রাজনীতির সঙ্গে যুক্ত মহল মনে করছেন যে , দেশে দলিত নিগ্রহের ঘটনায় কেন্দ্রের শাসক দল এখন যঠেষ্ট ব্যাক ফুটে তাই গণতন্ত্র হত্যার প্রশ্নে এবার কংগ্রেস সহ বিরোধিদের ওপর চাপ বাড়াতে পাল্টা অনশন করার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদি , অমিত শাহেরা |
0 comments:
Post a Comment