তৃনমূলের দায়ের করা মামলার শুনানি হল না কলকাতা হাই কোর্টে !!!


স্নেহাশিষ মুখার্জি : 
তৃনমূল কংগ্রেসের দায়ের করা পঞ্চায়েত মনোনয়ন সংক্রান্ত মামলার শুনানি আবার পিছিয়ে গেল | আজ কলকাতা হাই কোর্টে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে বিজেপির পক্ষ থেকে কোন আইনজিবী বা প্রতিনিধি উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়  

আগামীকাল সকাল সাড়ে দশটার সময় ফের এই মামলার শুনানি হবে | এর আগে ৯ ঐ এপ্রিল মনোনয়ন জমার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন | নির্দেশিকায় জানান হয় পরদিন অর্থাৎ ১০ ঐ এপ্রিল সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত্য মনোনয়ন জমা করা যাবে | এদিকে গতকাল এগারোটার  আগেই ফের একটা নির্দেশিকা জারি করা হয় | যাতে পুরনো বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়া হয় | 

এর প্রতিবাদে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টে একসঙ্গে মামলা করেন বিজেপির আইনজিবী প্রতাপ বন্দ্যোপাধ্যায় | হাই কোর্টে গতকাল এই মামলার শুনানি হয় | পুরনো নির্দেশিকা প্রত্যাহারের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী  স্থগিতাদেশ জারি করে হাই কোর্ট | এদিকে তৃণমূল নেতা তথা আইনজিবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকালই স্থগিতাদেশের নির্দেশকে চ্যালেঞ্জ করার কথা বলেন | আজ সকাল সাড়ে দশটার সময় বিচারপতি তালুকদারের এজলাসে মামলার শুনানি শুরু হয় |

 কিন্তু বিজেপির পক্ষ থেকে কোন আইনজিবী বা প্রতিনিধী উপস্থিত ছিলেন না | এদিকে সিপিএম ও বিজেপির আর্জিতে হস্তক্ষেপ না করে সুপ্রিম কোর্ট আজ আবার জানিয়ে দিল যে , আপনারা কলকাতা হাই কোর্টে যান | এব্যপারে কলকাতা হাই কোর্ট প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে আজ জানিয়ে দেয়  সুপ্রিম কোর্ট |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment