স্নেহাশিষ মুখার্জি :
আজ কলকাতা হাই কোর্টের রায়ে আরও জটিল হল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভবিষ্যৎ | কলকাতা হাই কোর্টের রায়ে পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনানি | আজ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল তৃনমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের পক্ষের আইনজিবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবেদন | সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ষ্পষ্ট জানিয়ে দিল এই মামলার শুনানি হবে সোমবারই |
সেইসঙ্গে এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অমিত মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বিষ্ময় প্রকাশ করে জানায় , ভোট প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ায় সব থেকে সমস্যায় নির্বাচন কমিশন | অথচ সেই নির্বাচন কমিশনের তরফে এখন পর্যন্ত্য কোন আবেদন নেই | হাই কোর্ট জানায় নির্বাচন কমিশনের কোনও পিটিশন দাখিল না করা যঠেষ্ট বিস্ময়ের |
গতকালই কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গেল বেঞ্চ স্থগিতাদেশ জারি করে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার ওপর | আগামী ১৬ ঐ এপ্রিল পর্যন্ত্য স্থগিত করে দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়া |
0 comments:
Post a Comment