Indiapost24 Web Desk : পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে হিংসা , সন্ত্রাসের পরিবেশের মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলা মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বাঁধার সময় তা ফেটে গিয়ে মৃত্যু হল একজনের | মৃতের নাম ইয়া আলি শেখ | যদিও তার মৃতদেহ এখন পর্যন্ত্য পাওয়া যায়নি | এই ঘটনায় তৃনমূল কংগ্ৰেসের পঞ্চায়েত সমিতির এক প্রার্থী সহ দুজন আহত হয়েছেন |
গতরাতে ঘটনাটি ঘটে রেজিনগর থানার তেঘরি নাজিরপুরে | আহতদের মুর্শিদাবাদে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় | মৃতদেহের খোঁজ চালাচ্ছে পুলিশ | মনোনয়ন পত্র জমা দেওয়ার শুরু থেকেই উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ | অভিযোগ গতরাতে বেলডাঙা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃনমূল প্রার্থী জাহিরুদ্দিন মোল্লার বাড়ীতে বোমা বাঁধার কাজ চলছিল | সেই সময় কোন কারণে একটা বোমা ফেটে যায় | উড়ে যায় ঘরের ছাদ | ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়া আলির |
এদিকে গতকাল উত্তর ২৪ পরগণার শাসনে দুজন তৃনমূল কর্মিকে খুন করা হয় | কুচবিহারের গীতলদহে এক তৃনমূল কর্মিকে খুন করা হয় | এপর্যন্ত্য পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তৃনমূলের আভ্যন্তরিন দ্বন্দ নেতাদের রক্তের চাপ বাড়িয়ে চলেছে |
0 comments:
Post a Comment