নরেন্দ্র মোদিকে তোপ মমতার !!!


NNS : আবার নরেন্দ্র মোদিকে তোপ মমতার| রান্নাঘরে আগুন লাগিয়ে কেন্দ্র শুধু বকবক করছে| কাজের কাজ কিছুই করছে না| পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| থামার নাম নেই| আর কেন্দ্র সরকার কিছুই করছে না| এই বলে জ্বালানির মূল্যবৃদ্ধি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কে একহাত নিলেন মমতা বন্দোপাধ্যায়| 

ঘটনা হল, চার বছরে সর্বোচ্চ সীমায় পৌঁছে পেট্রোলের দাম| ডিজেলের দাম সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে| কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি বেড়ে হয়েছে 76 টাকা 44 পয়সা| ডিজেলের দাম প্রতি লিটার বেড়ে হয়েছে 67 টাকা 27পয়সা| কেন্দ্রীয় তেল মন্ত্র জ্বালানিতে রাজস্ব শুল্ক কমানোর প্রস্তাব দেয়| তবে একেবারে বাজেটে সেই প্রস্তাব খারিজ করে দেয় অরুণ জেটলির অর্থ মন্ত্রক| 

দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতে এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের খুচরো দাম  সবথেকে বেশি বলে জানা গিয়েছে| এই প্রসঙ্গে এই কেন্দ্রকে আক্রমণ করতে ছাড়েননি মমতা| তিনি বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে হেঁশেলে  আগুন জ্বলছে, সাধারণ মানুষ ভুগছেন| তবুও সরকারের কোন নজর নেই| শুধু বুলি আওড়ে যাচ্ছে মোদির কেন্দ্র সরকার|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment