NNS : জাতীয় রাজনিতীতে বিরোধী ফ্রণ্টের জন্য যখন সক্রিয়তা বাড়ছে , তখন ২০১৯ এর লোকসভা ভোটের পর নরেন্দ্রমোদীকে সরিয়ে বিরোধীদের প্রধাণমন্ত্রী পদ হিসাবে প্রার্থী রাহুল গান্ধী , মমতা বন্দ্যোপাধ্যায় , মায়াবতী , শারদ পাওয়ারের মত ৯০ বছর বয়সী হিন্দু জাতিয়তাবাদী নেতা লালকৃষ্ণ আদবানির নাম জল্পনায় উঠে এল | বিজেপির অভ্যন্তরে মোদি বিরোধীরা আগামী লোকসভা ভোটের পর লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে জাতীয় সরকার গঠনের সম্ভবনাকে উড়িয়ে দিচ্ছেন না |
নয়াদিল্লিতে জল্পনা যে , আদবানি ঘনিষ্ঠ যশোবন্ত সিনহা , অরুণ শউড়ি, ও শত্রুঘ্ন সিনহার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অরুণ শউড়ি মমতাকে পরিষ্কার করে দিয়েছেন যে , কংগ্রেসকে বাইপাস করে বিরোধী সরকার গঠন করার পরিকল্পণা বাস্তবায়িত নয় | তবে অধিকাংশ কেন্দ্রে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রস্তাব বাস্তবে সম্ভব |
অরুণ শউড়ি , যশোবন্ত সিনহা , শত্রুঘনরা ইঙ্গিতে বুঝিয়ে দেন যে , বিজেপির ভেতরে মোদি , অমিত শাহ বিরোধি বিক্ষুব্ধরা রয়েছেন | আগামী নির্বাচনে তাঁরাও গুরুত্বপুর্ণ হয়ে উঠতে পারে | এদিকে কংগ্রেসের কৌশলবিদরা রাহুল গান্ধির নির্দেশে বিজেপির বিক্ষুব্ধ অংশের সঙ্গে যোগাযোগ রাখছেন | বরুণ গাঁধী সহ বেশ কজন আগামী লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে বিরোধী শিবিরে যেতে পা বাড়িয়ে রয়েছেন |
তবে লালকৃষ্ণ আদবানি বিজেপি - আরএসএসের সঙ্গে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা করে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর এমন জল্পনা হাস্যকর বলে উরিয়ে দিতে চান আরএসএসের কর্তারা |
0 comments:
Post a Comment