কলকাতায় ফের মেট্রো পরিষেবায় বিঘ্ন!!!


Indiapost24 Web Desk :  কলকাতা মহানগরীতে ফের মেট্রো পরিষেবা বিভ্রাট| নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছেই দমদমের দিকের  ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় দুপুর 1: 45 নাগাদ| স্টেশনে ঢোকার সময়ে আচমকা দাঁড়িয়ে পড়ে ট্রেন|  নেটিজি ভবন থেকে নোয়াপাড়ার  মধ্যে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়৷

 বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা| গত কয়েক দিন ধরেই যেভাবে কলকাতা মেট্রো পরিষেবা যান্ত্রিক ক্রুটির কারণে বিঘ্ন হচ্ছে তাতে স্নায়ুর চাপে পড়েছেন কলকাতার মেট্রোর আধিকারিকরা|
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment