এবার হোয়াটস্যাপ এর বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ !!!


NNS : ফেসবুকে  ৫ কোটি ব্যাবহারকারীর তথ্য কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর চলছে ' ডিলিট ফেসবুক ' ক্যাম্পেইন | এই ঘটনার রেশ কাটতে না কাটতেই তথ্য চুরির অভিযোগ উঠছে ফেসবুক এর মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান হোয়াটস্যাপ এর বিরুদ্ধে | প্ৰযুক্তি বিষয়ক ওয়েব সাইড ' লাইফ হ্যাকার ' এর প্রতিবেদনে বলা হয়েছে ' চ্যাট ওয়াচ ' নামেই আর একটা এপ্সের মাধ্যমে গোপনে হোয়াটস্যাপ ব্যাবহারকারীদের কথাবার্তায় আড়ি পাতা হচ্ছে | 

এই এপ্সের মাধ্যমে হোয়াটস্যাপ এর কন্ট্রাক্ট লিষ্ট এ উঁকি মারতে পারবেন যে কেউ | কে কতক্ষন কার সাথে কথা বলছেন বা সাধারণত কতটা সময় হোয়াটস্যাপ এ থাকেন তা জানা যাবে | এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ফেসবুকের তথ্য চুরির ঘটনায় যখন ব্যাবহারকারীরা একাউন্ট ডিলিট করছেন তক্ষনি গোপণে এই কাজ করছে ' চ্যাট ওয়াচ ' | 

এটি প্রথমে এসেছিলো এপেলে | কিন্তু পরে তা সরিয়ে দেওয়া হয় | এন্ড্রোইড এ রয়েছে একটা ব্যবহারকারী তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ এনালিটিকা নামে একটা প্রতিষ্ঠানকে এপ ব্যাবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক | এই এপের মাধ্যম প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেণ্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যাবহার করা হয় | এই কাজের সঙ্গে জড়িত  এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে | 


গোপণে এই সব তথ্য হাতিয়ে তা ব্যাবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নিতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে | পাঁচ কোটির ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেমব্রিজ এনালিটিকার কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মার্ক জুকারবার্গ | কিন্তু তারপরও সমালোচনা থামেনি | টুইটারে ফেসবুক এর বিরুদ্ধে চলছে ' ডিলিট ফেসবুক ' ক্যাম্পইন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment