বাম জোটের ডাক এসইউসির !!!


Indiapost24 Web Desk : অতি বামপন্থী তথা স্তালিনবাদী দল এসইউসিআইএর সত্তরতম দিবসে আজ কলকাতায় দলের এক মহতি সমাবেশে বলা হয় যে , দেশে হিন্দু ফ্যাসিবাদ ও মার্কিন ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে বৃহত্তর বামপন্থী জোট গঠন ই প্রকৃত বামপন্থীদের আশু ভূমিকা হওয়া উচিত | 

বিজেপি - কংগ্রেস দেশে সাম্রাজ্যবাদ , পুঁজিবাদের হয়েই কাজ করে চলেছে | এই দুই শক্তির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম জারি রাখতে হবে বলে দলের নেতারা ঘোষণা করেছেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment