স্নেহাশিষ মুখার্জি :
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার সিপিএমের আবেদন নাকচ করে দিলেন | পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে অনলাইনে মনোনয়ন জমার বিষয়ে হস্তক্ষেপ করবে না কলকাতা হাই কোর্ট | ই - মনোনয়ণের বিষয়ে কলকাতা হাই কোর্টের কাছে সিপিএম আবেদন করেছিল | তার পরিপ্রেক্ষিতে আজ আদালত জানিয়েছে , তারা বিষয়টিতে হস্তক্ষেপ করবে না |
তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যে অভিযোগ করেছিল দল , সে বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের ডিজির কাছে হলফ নামা তলব করেছে আদালত | কলকাতা হাই কোর্টের কাছে দুটি আবেদন করেছিল সিপিএম |
প্রথম আবেদন ছিল অনলাইন এর মাধ্যমে মনোনয়ন পত্র জমা দিতে হবে | দ্বিতীয় আবেদন আদালত অবমাননা করেছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন | কারন দ্বিতীয় দফায় মনোনয়ন পর্বে নিরাপত্তা ব্যাবস্থা সুনিশ্চিত করা হবে বলে তারা আদালতকে জানালেও সেদিন পৰ্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছিল কমিশন ও রাজ্য সরকার |
0 comments:
Post a Comment