NNS : ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল না পশ্চিমবঙ্গের আইপিএস অফিসার হুমায়ুন কবির পরিচালিত বাংলা ছবি আলেয়া| বেশ কিছু দৃশ্য শব্দ ব্যবহারে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড| ছবিতে ছটি শব্দ বাদ দেওয়ার শর্ত রেখেছে তারা| পরিচালক ও ছবির নির্মাতারা সেই শর্ত মেনে নিলেই ছবির ছাড়পত্র মিলতে পারে| সাংবাদিক বৈঠকে তারা ছবি ছাড়পত্র না পাওয়ার কথা জানিয়েছেন|
0 comments:
Post a Comment