ডায়াবেটিস থেকে দূরে রাখবে ডার্ক চকোলেট !!!


Indiapost24 Web Desk : এখন আর কিসের চিন্তা  ?  চকোলেট দিয়ে করুন মিষ্টিমুখ। কি শুনে অবাক হলেন। বিশ্বাস না হলেও  এটাই সত্যি। বিশেষজ্ঞরা বলেছেন,  চকোলেটএ  থাকা কোক  আপনাকে দূরে রাখবে ডায়াবেটিস থেকে আশা অনেক রোগ থেকে। 

'রোটিনোপ্যাথি' ডায়াবেটিস থেকে আসা সব থেকে কমন রোগ। সেখানে চোখের রেটিনা নষ্ট হয়ে যায় এবং এক সময় মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চকোলেটে থাকা কোক  দূরে রাখবে এই সব অসুখ থেকে।
কোকে  আছে পলিফেনল ও তেমব্রোমিন যা ডায়াবেটিস ও থেকে আসা রোগের প্রকোপ থেকে আপনাকে রক্ষা করবে। তবে বাজারে চলতি চকলেট নয়। আপনাকে খেতে হবে  ডার্ক চকোলেট। কারণ ডাক চকোলেটে রয়েছে 70% কোক পাউডার। তবে চকলেট বার থেকে লিকুইড চকলেটএ  বেশি থাকে কোক  তাই এবার থেকে রোজ রোজ ডার্ক চকোলেট । তবে খেয়াল রাখবেন বেশি নয়।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment