বিজেপির প্রচারের মুখ মিঠুন চক্রবর্তী !!!

 



স্টাফ রিপোর্টার Indiapost24 :
দীর্ঘ সময় ধরেই পশ্চিমবঙ্গে বিজেপির রণকৌশল সাজাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন নরেন্দ্র মোদির আস্থাভাজন তার বিশ্বস্ত ডান হাত অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় সংগঠন ,বুথ ভিত্তিক সংগঠন, শাসক তৃণমূল কংগ্রেসকে ভাঙ্গা,বাম কংগ্রেস শিবিরকে কোণঠাসা করে রাখা সহ নানা বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অমিত শাহ।একসময় অমিত শাহ নরেন্দ্র মোদি কে আশ্বস্ত করেছিলেন যে নির্বাচনের মুখে দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে  বিজেপিতে পাওয়া যাবে। দিদির বিরুদ্ধে দাদাকে প্রচারের মুখ করার পরিকল্পনা নিয়েছিলেন অমিত শাহ।

কিন্তু সৌরভের অসুস্থতা, সৌরভের পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রবল আপত্তি এবং সিপিএম নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন অপারেশনে সৌরভকে সরাসরি মোদির মঞ্চে অথবা দলে আনতে ব্যর্থ হন বিজেপির চাণক্য অমিত শাহ।      শাহের ব্যর্থতা পুষিয়ে দিতেসক্রিয় হতে হয় আরএসএস প্রধান মোহন ভাগবত কে। মিঠুনের সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাৎকারের পরেই মোদি শাহকে বার্তা পাঠানো হয় সংঘের তরফে।মিঠুন চক্রবর্তী এবারের পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে প্রচারে নামতে এমনকি দল যদি তাকে বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে প্রচারের মুখ করেন তাতে সম্মত হন।এর পরেই কলকাতার ব্রিগেডে বিজেপিতে যোগদান একদম ঘনিষ্ঠ তরুণ বয়সে অতি বামপন্থী মিঠুন চক্রবর্তী। পরিবর্তনের সরকারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন ভারতীয় সিনেমার মহাগুরু। তবে কলকাতার ব্রিগেড বক্তৃতায় সেই সব প্রসঙ্গ টানলেন না রুপোলি পর্দার নায়ক মিঠুন চক্রবর্তী।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment