উপ-নির্বাচনের আগেই সরগরম সাগরদিঘী!!!
নাজমুল হাসান কলকাতা 25 শে ফেব্রুয়ারি:আগামী 27শে ফেব্রুয়ারি সাগরদিঘী বিধানসভা আসনের উপনির্বাচন!সাগরদিঘির এই উপ-নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে বাংলা!ঠিক সেই মুহূর্তেই,জেতার বিষয়ে আত্মবিশ্বাসে ভরপুর থাকা জোট প্রার্থী বায়রন বিশ্বাসের বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার এক চাঞ্চল্যকর অভিযোগ!অভিযোগ তুললেন হাওড়ার এক মহিলা! এমনকি সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে খবর! যদিও এই অভিযোগ এর পিছনে রাজনীতি দেখছে কংগ্রেস আর কংগ্রেসের তরফ থেকে পাল্টা অভিযোগ করে জানানো হয়েছে হারার ভয়ে জোট প্রার্থী বায়রনের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই এমনই এক সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে! অভিযোগ কারিণী মহিলার পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী,অভিযুক্ত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস গত কয়েক বছর ধরে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন পাশাপাশি তাকে চাকরি দেওয়ার নাম করে নানাভাবে হয়রানিও করেছেন!
ওই অভিযোগ কারিণী মহিলা পুলিশকে যে অভিযোগ জমা দিয়েছেন তাতে লেখা আছে "আমি কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে বলেছিলাম আমাকে বিরক্ত করবেন না কিন্তু উনি সেটা না শুনে এবং 18-02- 23 তারিখ থেকে আমাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ফোন করে বিরক্ত করছেন আমাকে খুব নোংরা ভাষায় হুমকিও দিয়েছেন পাশাপাশি আমাকে এটাও বলেছেন যে আমি এই বিষয়টি কাউকে জানালে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করবেন"! একটি ভিডিও প্রকাশ করে ওই মহিলা আরও বলেছেন উপনির্বাচনের জোট-প্রার্থী বাইরন তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানিও করেছে!
0 comments:
Post a Comment