কংগ্রেসকে বোঝা মনে করছেন কারাত!

 


ইন্ডিয়া পোস্ট24 ওয়েবডেস্ক : জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী বিকল্প ও নরেন্দ্র মোদীর বিকল্প মুখ খুঁজতে যখন সমগ্র বিরোধী শিবিরে হিমসিম খাওয়ার দশা, ঠিক তখনই মমতা, অখিলেশ যাদব, কে সি আর, কেজরিওয়ালদের সুরে সি পি

এমের শীর্ষ নেতা প্রকাশ কারাত বাম শিবিরে কংগ্রেস দল ও রাহুল গান্ধীকে রাজনৈতিক বোঝা বলেই মনে করছেন। ২৪-এ সি পি আই (এম এল) - লিবারেশন সারা দেশে 'নো ভোট টু বিজেপি' প্রচারে নামতে চান। প্রকাশ কারাতও লিবারেশনের ‘নো ভোট টু বিজেপি' প্রচারের ইচ্ছায় সক্রিয় সমর্থম দিতে চাইছেন। প্রকাশ কারাত-বিজয়ন-বৃন্দা কারাত-এস রামচন্দ্র পিল্লাই সহ সি পি এমের অধিকাংশ পলিটব্যুরো সদস্য বিজেপি বিরোধী, অ-কংগ্রেসী রাজনৈতিক জোট চাইছেন। মমতা- অখিলেশদের মতের কাছেই কারাত শিবির। তবে সীতারাম ইয়েচুরী, সেলিম, বিমান বসুরা কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পাশে দেশের আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে রাজনৈতিক সমঝোতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছেন। এরই মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ে বামেরা আলাদা প্রার্থী দিতে চলেছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment