পাচারের আগে বনগাঁও উদ্ধার ১৪৫০টি কচ্ছপ

 



Indiapost24 Web Desk:নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে,এসপি বন সুরক্ষা,অজিত সিং যাদব,আইপিএস এবং উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও বিভাগের ডিএফও,এস রাজু সরকার সহ বন কর্মকর্তাদের নেতৃত্বে গতকাল রাতে গোপালনগর থানার অন্তর্গত এলাকায় পরপর দুটি গোপন পুলিশি অভিযান চালিয়ে,দুজন পাচারকারী পান্ডা সহ প্রায় ৬৪ টি ব্যাগে প্যাক করা ১৪৫০টি আইএসএস কচ্ছপ উদ্ধার করা হয়। চালান টি বাংলাদেশে পাচার করার আগেই বন বিভাগ পুলিশের হাতে ধৃত হয়!



 বনগাঁর গোপালনগর থানা এলাকায় চিরুনি তল্লাশি করে চলে এই অভিযান। বিপুল পরিমাণের কারণে কমবেশি প্রায় দু ঘন্টা ধরে চলে এই অভিযান।  সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে এটাই সবচেয়ে বড় কচ্ছপ ধরা পড়ার ঘটনা। প্রাথমিক তদন্তে  জানা গেছে যে কচ্ছপগুলি অন্ধ্রপ্রদেশ থেকে বনগাঁয় পাচার করা হয়,যেখানে স্থানীয় হাটে বিক্রি করা হয়। উভয় অভিযুক্তকে আজ বনগাঁর এসিজেএম আদালতে পেশ করা হচ্ছে!

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment