কেরালাতেও কোন ঠাসা সিপিএম


 


Indiapost24 Web Desk:পশ্চিমবঙ্গে ১২ বছর সি পি এম  ক্ষমতা থেকে নির্বাসিত। উত্তর-পূর্বের স্পর্শকাতর রাজ্য ত্রিপুরাতেও ৬বছর সি পি এম ক্ষমতা হারিয়ে কোনঠাসা। এই পরিস্থিতিতে কেরালায় ২০টি লোকসভা আসনে ভাল ফল করতে ইতিমধ্যে প্রচার ও সংগঠপ্নে নেমে পড়েছে সি পি এম।

কিন্তু একাধিক সমীক্ষাতে কেরালাতেও এবার সি পি এমের হারের ইংগিত পাওয়া যাচ্ছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে কংগ্রেস-১৯টি, সি পি এম ১টি আসনে জয়ী হয় তবে ২০২১-এর বিধানসভা নির্বাচনে সি পি এমের বাম গণতান্ত্রিক জোট আবার ক্ষ্মতায় ফেরে। এবার ২০২৪-এরে লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রায় ৪১-৪২ শতাংশ আর সি পি এমের বাম গণতান্ত্রিক জোট ৩১-৩২ শতাংশ ভোট পেতে পারে বলে একাধিক সমীক্ষায় উঠে এসেছে। কেরালায় বিজেপির ভোট ১৩-১৪ শতাংশে পৌছাতে পারে বলে মনে করা হচ্ছে।

ফলে কারাত-বিজয়ন-ইয়েচুরিদের কাছে ২৪-এর লোকসভা নির্বাচনে শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরাই নয়, কেরালাতেও উদ্বেগ বাড়ছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment