নতুন মুখে প্রাধান্য তৃণমূলে




Indiapost24 Web Desk:২৪-এর লোকসভা নির্বাচনে নতুন ও তরুন মুখেই বেশি জোর দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকও নতুন ও তরুণ মুখে জোর দিতে পরামর্শ দিয়েছেন বলেই খবর। এতেই পশ্চিমবঙ্গে এসেছে বিশাল সাফল্য।

বর্ত্মানে তৃণমূলের ২৯ জন নির্বাচিত লোকসভা সদস্যর মধ্যে ১২ জনই তরুণ। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপুর্ণ হতে চলেছে। যদিও চূড়ান্ত সিউলমোহর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২৯ জন সংসদের নতুন টিমের সরকারি ভাবে প্রবীন সূদীপ বন্দ্যোপাধ্যায়কে নেতা করা হলেও এবার সংসদীয় দলের নেপথ্য নায়ক হবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাংসদ তথা দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী লড়াই জোরদারের পাশে ইন্ডিয়া জোটে জিঞ্জার গোষ্ঠী হিসাবে কাজ করবে তৃণমূল।  কংগ্রেসের দাদাগিরি মানবে না তৃণমূল তার ইঙ্গিত ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment