Indiapost 24 Web Desk:লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিক আইন(সিএএ) চালু হলেও তাতে বিজেপির হিন্দু দলিত মতুয়া সমর্থকদের ভোট ব্যাংকে তেমন কোন প্রভাব পড়ে নি। অসমে হিমন্ত বিশ্ব শর্মা তথ্য প্রকাশ করে বলেছেন যে সিএএ লাগু হওয়ার পর অসমে একজনও হিন্দু বাঙ্গালী শরনার্থী নাগরিকত্বের আবেদন করেন নি।
অন্যদিকে লোকসভা নির্বাচনে এবারও পশ্চিমবঙ্গের মতুয়া অধ্যুষিত রাণাঘাট, বনগাঁর মত লোকসভা আসনে হিন্দু দলিত শ্রেণীর মতুয়া সম্প্রদায়ের সমর্থনে জগন্নাথ সরকার, শান্তনু ঠাকুররা বিশাল মার্জিনে বিজয়ী হয়েছেন তবু পশ্চিমবঙ্গেও সিএএ নিয়ে তেমন উৎসাহ দেখান নি মতুয়ারা। তবে সিএএ চালু করে পশ্চিমবঙ্গে মতুয়া ক্ষোভে যে বিজেপি মলম লাগাতে পেয়েছে তা বলাই বাহুল্য।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আবার সিএএ-র আবেদন পত্র লেখানোর পাশে এনআরসি অস্ত্রের ভীতি সুকৌশলে আমনে এনেছেন। তাঁর বক্তব্য ভবিষ্যৎ-এ দেশে এনআরসি চালু হলে যারা সিএএ-র সুযোগে নাগরিকত্ব নিতে চান না তারা বিপাকে পড়তে পারেন। আসলে এই সময় বঙ্গে বিজেপির মুষল পা চলছে। তাই সিএএ, এনআরসি কোন অস্ত্রই কাজে লাগছে না বলেই মনে করা হচ্ছে।
0 comments:
Post a Comment