Indiapost24 Web Desk:দীর্ঘ টালবাহানার পর অবশেষে মঙ্গলবার রাজ্য বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ নিলেন সদ্য জয়ী চার বিধায়ক,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী,রাণাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমনি অধিকারী,মানিকতলা কেন্দ্রের বিধায়িকা সুপ্তি পাণ্ডে এবং বাগদার বিধায়িকা মধুপর্ণা ঠাকুর মধুপর্ণা ঠাকুর। এই গোটা শপথ গ্রহণ পর্ব বয়কট করে গেরুয়া শিবির।
এই চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে প্রাথমিকভাবে জটিলতা তৈরি হয়েছিল। সোমবার রাজভবনের তরফে চার বিধায়কের শপথ গ্রহণ নিয়ে ইতিবাচক কোনও জবাব পাওয়া যায়নি ফলত মঙ্গলবার চার বিধায়কের শপথ গ্রহণের সব রকম প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করিয়েছেন চার বিধায়ককে।সংবিধানের পাঁচটি ধারা মেনে স্পিকার শপথ গ্রহণ করিয়েছেন বিধায়কদের!অন্যদিকে, এই শপথ অসাংবিধানিক দাবি করে এদিন অনুপস্থিত ছিল বিজেপির পরিষদীয় দল। গত এক মাস ধরে শপথগ্রহণকে ঘিরে যে জটিলতা চলছে তার জন্য রাজ্যপালকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যপাল মনোনীত, বিধানসভা নির্বাচিত। তাই বিধানসভা শপথগ্রহণ করাতেই পারে।শুনলাম, রাজ্যপাল নাকি বিধায়কদের জরিমানা করেছেন। যারা আসল খুনি, ডাকাত, তাদের জরিমানা হয় না। যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, তাদের জরিমানা করা হচ্ছে। রাজ্যপাল,আপনি লাইনে চলুন। বেলাইনে চলবেন না।
বিধানসভায় দাঁড়িয়ে মমতা বলেন,'রাজভবন থেকে বিধানসভা এইটুকু তিনি আসতে পারলেন না।এদিন মুখ্যমন্ত্রী ব্যঙ্গচ্ছলে বলেন 'হাটি হাটি পা পা,অ্যাসেম্বলিতে ছুঁয়ে যা'
0 comments:
Post a Comment