স্বাধীনতা দিবসে অতি সতর্কতা

 



Indiapost24 Web Desk:বাংলাদেশে পালাবদল, নির্বাচিত সরকারের উচ্ছেদ, শেখ হাসিনার দেশত্যাগ, বাংলাদেশের কারাগারগুলি থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদীদের পলায়নের ঘটনায় সতর্ক নয়াদিল্লি। এরই  প্রেক্ষিতে এবার  ৭৭তম স্বাধীনতা দিবসে অতি সতর্ক মোদী সরকার।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্য প্রশাসনকে এবার স্বাধীনতা দিবসে সম্ভাব্য নাশকতা, জঙ্গি আক্রমণের কথা মাথায় রেখে সতর্ক করে দেওয়া হয়েছে। এরই পেশে পশ্চিমবংগ, অসম, ত্রিপুরা, মেঘালয়ের মধ্যে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বি এস এফকেও  জরুরি নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলির স্বাধীনতা  দিবস বয়কটের প্রেক্ষিতে সতর্ক নজরদারির পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নোটে। অন্যদিকে,  রাজধানী নয়াদিল্লিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রন রেখা বরাবর সীমান্তরক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে। সি আর পি এফ সহ  কেন্দ্রীয় আধা সেনা, এন এম জি ও সেনা বাহিনীকে জম্মু ও কাশ্মীরে সতর্ক করা হয়েছে। এ ছাড়া গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র প্রশাসনকে বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে।

৭৭-তম স্বাধীনতা দিবস পালনে সারা দেশে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ও একাধিক রাজ্য সরকার।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment