Indiapost24 Web Desk:তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিবিআইয়ের অনুরোধ অনুযায়ী গভর্নর দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৮৮–এর বিধান অনুসারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের দু’জন তৎকালীন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছেন।
অনুমোদনপ্রাপ্ত দুই অভিযুক্ত হলেন—
১)মানিক ভট্টাচার্য, তৎকালীন সভাপতি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড
২)রত্না চক্রবর্তী বাগচী, তৎকালীন সচিব, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড
সিবিআইয়ের জমা দেওয়া তদন্ত নথি ও চূড়ান্ত রিপোর্ট পর্যালোচনা করার পরই গভর্নর এই পদক্ষেপ নেন বলে রাজভবন সূত্রে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি, প্রক্রিয়া লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল, যা বর্তমানে সিবিআই তদন্তের আওতায় রয়েছে।
গভর্নরের এই অনুমোদনের ফলে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এখন আর বাধা থাকল না।

0 comments:
Post a Comment