মেঘালয়ে ভিআইপি সংস্কৃতির অবসান: ফ্ল্যাশার–সাইরেন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

 


Indiapost24 Web Desk:মেঘালয়ে ভিআইপি সংস্কৃতির অবসান ঘটাতে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুযায়ী মুখ্যমন্ত্রীসহ কোনও কর্মকর্তা রাস্তায় আর স্বয়ংক্রিয় ভিআইপি সুবিধা পাবেন না। ফ্ল্যাশার, সাইরেন, রঙিন কাচ ও ভিআইপি নেমপ্লেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এগুলি ব্যবহার করতে হলে পরিবহন বিভাগের লিখিত অনুমতি বাধ্যতামূলক।

সাইরেন এখন কেবল পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী, অ্যাম্বুলেন্স ও অনুমোদিত এসকর্ট যানবাহনের জন্য সীমাবদ্ধ থাকবে। রঙিন কাচ শুধুমাত্র Z+ বা Z- ক্যাটাগরির নিরাপত্তাপ্রাপ্তদের জন্য অনুমোদিত। মন্ত্রী, উপদেষ্টা বা বিধায়কের নামযুক্ত প্লেটও বিশেষ অনুমতি ছাড়া নিষিদ্ধ। ক্ষমতার অপব্যবহার রোধ, ট্র্যাফিক বিঘ্ন কমানো এবং স্বচ্ছতা বাড়ানোই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। মেঘালয়ের এই পদক্ষেপ অন্যান্য রাজ্যের জন্যও উদাহরণ হতে পারে।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment