Indiapost24 Web Desk:ভারতীয় বায়ুসেনার মানবিক ত্রাণ ও উদ্ধার (HADR) অভিযান আরও জোরদার হয়েছে। আইএএফ-এর সি-১৭ পরিবহন বিমান আগ্রা থেকে ৭৩ জন চিকিৎসাকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে একটি প্যারা ফিল্ড হাসপাতালসহ ভারতীয় সময় ১৭:৪৫-এ নিরাপদে কলম্বোয় অবতরণ করে।
এ ছাড়া আইএএফ-এর এমআই-১৭ হেলিকপ্টারগুলি নিরবচ্ছিন্নভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তারা ইতিমধ্যেই ৮ টনেরও বেশি ত্রাণ সামগ্রী বহন করেছে এবং বিভিন্ন দেশের নাগরিক, গুরুতর অসুস্থ রোগী এবং এক গর্ভবতী মহিলাসহ মোট ৬৫ জন জীবিত মানুষকে বিপদসংকুল এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। ভারত এই অভিযানে দ্রুততা ও দক্ষতার পরিচয় দিচ্ছে।


0 comments:
Post a Comment