নির্বাচনের আগে তসলিমার ভুয়া ও বিভ্রান্তিকর পোস্ট: ফেক কার্ড বিতর্ক

 



Indiapost24 Web Desk:নির্বাচনের আগে হঠাৎই নতুন করে বিতর্কের কেন্দ্রে উঠলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ফেক বিয়ের নিমন্ত্রণপত্রের ছবি লেখা সহকারে পোস্ট করেছেন সেলিব্রিটি লেখিকা তসলিমা নাসরিন। ছবিটির সাথে যুক্ত করা হয়েছে একটি তীব্র উত্তম বাণী—যা মুহূর্তে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে।


বিতর্কের মূল অভিযোগ—

সাত বছর আগের একটি ঘটনার পুনরুত্থান ‘নির্বাচনের প্রাক্কালে’ কেন?

এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে নতুন তরঙ্গ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠিক ভোটের মুখে পুরনো ব্যক্তিগত তথ্য, ফেক কার্ড বা অসত্য তথ্যকে সামনে আনা—এ এক ধরনের ইচ্ছাকৃত রাজনৈতিক আক্রমণ বলেই ব্যাখ্যা করা হচ্ছে।


তসলিমার পোস্ট প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় বিস্তর প্রতিক্রিয়া। 


সিপিআই(এম)-এর একাধিক নেতা দাবি করেছেন—সম্পূর্ণ ঘটনাটি ভুয়া ও বিভ্রান্তিকর, এবং নির্বাচন-পূর্ববর্তী কুৎসা ছড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের পোস্ট ব্যবহার করা হচ্ছে। আবার তসলিমার সমর্থকরা বলছেন—তিনি কেবলমাত্র “ব্যঙ্গাত্মক” মন্তব্য করেছেন, যার লক্ষ্য ছিল রাজনৈতিক দ্বিচারিতা সামনে আনা।


এই ঘটনাটি এখন শুধুই সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় নয়—

বরং ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর বড় অস্ত্র হয়ে উঠেছে।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment