Indiapost24 Web Desk:গঙ্গাসাগর মেলায় আজ বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন এক যুবক। গভীর জলে হাবুডুবু খেতে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর ডুবুরি দল। উদ্ধার হওয়া যুবকের নাম শুধু সুদীপ্ত বলেই জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মেলা চত্বরে স্নানের সময় হঠাৎই গভীর জলে তলিয়ে যেতে থাকেন তিনি। পরিস্থিতি আঁচ করে সঙ্গে সঙ্গে তৎপর হয় নৌবাহিনীর ডুবুরি দল। জেমিনি বোটে করে ঘটনাস্থলে পৌঁছে সুদীপ্তকে নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।
প্রাথমিক শারীরিক পরীক্ষার পর তাঁকে পুলিশের কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর নৌবাহিনী পুনরায় তাদের নজরদারি ও টহল শুরু করে। প্রশাসনের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

0 comments:
Post a Comment