নজরদারির মাঝেই উদ্ধার অভিযান:আইএমবিএলে উদ্ধার বাংলাদেশি জেলে, হস্তান্তর বিএনএস পদ্মার হাতে

 


Indiapost24 Web Desk:আইএমবিএল এলাকায় নিয়মিত নজরদারি চলাকালীন কমলা দেবী জাহাজ এক মানবিক উদ্ধার অভিযান চালায়। অভিযানের সময় সমুদ্রে ভাসমান অবস্থায় ২২ বছর বয়সী এক বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলের নাম আব্দুল মান্না। প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পর তাঁকে নিরাপদে জাহাজে তোলা হয়।

দ্বিপাক্ষিক সামুদ্রিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক অনুযায়ী, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই ঘটনা দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা ও মানবিক সহযোগিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment