Indiapost24 Web Desk:
২৪ জানুয়ারি ২০২৬ তারিখে এয়ার ফোর্স স্টেশন কলাইকুন্ডায় মর্যাদাপূর্ণ ২১৪তম পাইলট কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ এয়ার মার্শাল সুরত সিং। এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর তরুণ পাইলটদের এক নিবিড় ও কঠিন প্রশিক্ষণ পর্বের সফল সমাপ্তি চিহ্নিত হলো।
এয়ার মার্শাল সুরত সিং প্রশিক্ষণে অসাধারণ পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও উড্ডয়ন নৈপুণ্য প্রদর্শনকারী পাইলটদের হাতে ট্রফি তুলে দেন। তিনি উত্তীর্ণ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের অপারেশনাল দায়িত্ব পালনে তাঁদের সক্ষমতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। কোর্স সম্পন্নকারী পাইলটদের শীঘ্রই ভারতীয় বিমানবাহিনীর বিভিন্ন ফ্রন্টলাইন যুদ্ধবিমান ঘাঁটিতে মোতায়েন করা হবে, যা বাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে আরও জোরদার করবে।
বক্তৃতায় তিনি প্রশিক্ষক ও সহায়তা কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং তরুণ কর্মকর্তাদের ‘মিশন, সততা ও শ্রেষ্ঠত্ব’-এর আদর্শে অবিচল থাকার আহ্বান জানান।



0 comments:
Post a Comment