অধীরের ভূমিকায় অসন্তোষ কংগ্রেসে .....

NNS:পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এর ভুমিকায় অসন্তোষ ক্ষোভের বাতাবরণ তৈরি হোয়েছে প্রদেশ কংগ্রেসের বহু নেতা ,বিধায়ক এবং দলীয় কর্মীদের মধ্যে |অধীর চৌধুরীর রাজ্যে মমতা ও তৃণমুল বিরোধি রাজনীতি চালিয়ে যেতে বদ্ধপরিকর |কিন্তু কংগ্রেসের বর্ষীয়ান তিন নেতা সোমেন মিত্র ,আব্দুল মান্নান ,শমীক ভট্টাচার্য জাতীয় রাজনীতির প্রেক্ষিতে বিজেপি বিরোধিতার রাস্তা ছেড়ে শুধুমাত্র তৃণমুল বিরোধিতার যে রাজনৈতিক লাইন নিয়েছেন তা তারা ঘোর বিরোধি |কংগ্রেস হাইকমান্ডকে এই তিন প্রবীণ নেতা ছাড়াও একাধিক বিধায়ক সাংসদ ও কংগ্রেসের জনপ্রতিনিধি তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে ,তিনি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন |
দিল্লিতে একাধিক নেতা ও মন্ত্রীর সঙ্গে তার গোপণ যোগাযোগ রোয়েছে বলে অভিযোগে বলা হোয়েছে যে অধীর চৌধুরি ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগেই প্রদেশ কংগ্রেস তার অনুগতদের নিয়ে নাকি গেরুয়া শিবিরে পা বাড়াতে চলেছেন |সম্প্রতি লখনৌতে গিয়ে আদিত্যনাথের সংগে গোপণ বৈঠকে রুষ্ট হয়েছেন কংগ্রেসের নেতারাও| রাহুল গান্ধীকে অধীর চৌধুরী মতলব নিয়ে সতর্ক করলেও পশ্চিমবঙ্গে কংগ্রেসের কেন্দ্রিয় পর্যবেক্ষক সি পি যোশী অধীর চৌধুরি কি চাইছেন তা জানতে সক্রিয় হয়েছেন |রাজনৈতিক মহল মনে করছে অধীরবাবু চাইছেন ,পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল বিরোধি রাজনৈতিক সমঝোতার সবুজ সংকেত দিক কংগ্রেস হাইকমান্ড |কংগ্রেসের দুই সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় ,আবু হাসেম খান চৌধুরি বিজেপি বিরোধিতার লাইন মেনে তৃণমূলের সঙ্গে নির্বাচনে সমঝোতা করতে |কংগ্রেস হাইকমান্ড কোন মতেই লোকসভা নির্বাচনের সময় মমতা তৃণমুল বিরোধিতার রাজনৈতিক লাইন কে সারা দেবেন না |সেক্ষেত্রে তিনি তার অনুগামীদের নিয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না |
অন্যদিকে গেরুয়া শিবির আশাবাদী আজ হোক কাল হোক অধীর চৌধুরির মত জঙ্গি কংগ্রেস নেতা তার অনুগামিদের নিয়ে বিজেপিতে যোগ দেবেনই |মুকুল রায় ও অধীর চৌধুরিকে কংগ্রেস থেকে ভাঙিয়ে আনার জোরদার চেষ্টা চালাবেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের এক অংশ |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment